
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জে পুরাতন মোটরসাইকেলের শোরুম ‘মুন্সীগঞ্জ বাইক পয়েন্ট’-এর শুভ উদ্বোধন
সালমান হাসান হৃদয় মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মোটরসাইকেল প্রেমীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল ‘মুন্সীগঞ্জ বাইক পয়েন্ট’। শুক্রবার বিকেল চারটার মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন মদিনা বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোরুমের প্রোপাইটর মো. শাকিল দেওয়ান জানান, এখানে বৈধ কাগজপত্রসহ সকল ধরনের ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জের সুবিধা রয়েছে। এক থেকে ছয় লাখ টাকার মধ্যে যেকোনো বাজেটের, বাইক গ্রাহক নিজের পছন্দের খুঁজে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “গ্রাহকদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রতিটি বাইকের কাগজপত্র যাচাই করে ক্রয়-বিক্রয় করে থাকি। এখানে কাগজপত্র ছাড়া কোনো বাইক ক্রয়–বিক্রয় করা হয় না। ” উদ্বোধনের দিন স্থানীয় মোটরসাইকেল ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের উপস্থিতিতে নতুন শোরুমটি উৎসবমুখর পরিবেশে জমে ওঠে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মদিনা বাজারে অবস্থিত এই শোরুমে পুরাতন মোটরসাইকেলের নির্ভরযোগ্য বাজার তৈরি হবে বলে আশা করছেন এলাকাবাসী।
যোগাযোগ: 01869-861172, 01914-748752