logo

শিরোনাম

ত্রয়োদশ সংসদ নির্বাচন: মুন্সিগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন ২৩ প্রার্থীর জমা, শুরু হচ্ছে যাচাই-বাছাই

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
ত্রয়োদশ সংসদ নির্বাচন: মুন্সিগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন ২৩ প্রার্থীর জমা, শুরু হচ্ছে যাচাই-বাছাই

মোঃ জাহাঙ্গীর আলম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।  


জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে জেলার তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।


সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী স্বাক্ষরিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।


জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সর্বমোট ৭ জন প্রার্থী। একই সংখ্যক অর্থাৎ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ি) আসনে। আর সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া) আসনে, যেখানে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মুন্সিগঞ্জ-১ (১৭১) শ্রীনগর ও সিরাজদিখান
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান,
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রোকেয়া আক্তার,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান খান,
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এ কে এম ফখরুদ্দিন রাজী,
স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও মোহাম্মদ মমিন আলী।
মুন্সিগঞ্জ-২ (১৭২) লৌহজং ও টঙ্গীবাড়ি
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 
বিএনপির আব্দুস সালাম আজাদ,
জাতীয় নাগরিক পার্টি (এনএসপি)’র মাজেদুল ইসলাম,
জাতীয় পার্টির মো. নোমান মিয়া,
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদ,
ইসলামী আন্দোলন বাংলাদেশের কে. এম. বিল্লাল,
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এবিএম ফজলুর করিম,
বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আমিনুল ইসলাম।
এই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
মুন্সিগঞ্জ-৩ (১৭৩) মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন—
বিএনপির কামরুজ্জামান রতন,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেন,
খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী ও নূর হোসাইন নূরানী,
ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান,
স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন,
বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা,
জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার,
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মোহাম্মদ শিমুল।


এদিকে জেলার তিনটি আসনের মধ্যে দুই আসনে মোট তিনজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মুন্সিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মমিন আলী। অপরদিকে মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মুন্সিগঞ্জসহ সারা দেশের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী জানান, একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

  • নিউজ ভিউ 1998