
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ভোরের কম্পনে আতঙ্ক, উৎপত্তিস্থল ভারতের আসাম
সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতে উৎপত্তি হওয়া দুই দফার এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভারতের আসাম রাজ্যের ধিং ও মরিগাঁও এলাকায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৩৪৬ কিলোমিটার। এর আগে গত ১০ ডিসেম্বর রাতে সিলেট ও মৌলভীবাজারে দু’দফায় ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া ২ ডিসেম্বর রাতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। ওই ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং কয়েক শ মানুষ আহত হন।