
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মো. রাহিদ হোসেনঃ
মুন্সিগঞ্জের পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ ও চর হোগলা গ্রামে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহত যুবক ওমায়ের হাসান (২৩)-এর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে একই গ্রামের নৌকার মাঝিসহ মোট পাঁচজন মেঘনা নদীতে একটি ট্রলারে করে যাত্রা করছিলেন।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা সোহাগ (২২), বায়জিদ (২৩), হিমেল (২৫) এবং নৌকার মাঝি আব্দুল রসিদ (৪০) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানায় ওমায়ের হাসান পানিতে ডুবে নিখোঁজ হন। পরবর্তীতে মেঘনা নদীর গজারিয়া অংশ থেকে নৌ-পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর নিহত ওমায়েরের মা সোনারগাঁও থানায় উপস্থিত হয়ে ঘটনাস্থলে থাকা চারজনসহ মোট নয়জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয় তারা হলেন— ফারুক, শহিদ, নাজিম উদ্দিন, বাবু, রিমন ও অহিদসহ অন্যান্যরা।
এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হত্যার অভিযোগ দাবি করে গতকাল ২৯ ডিসেম্বর সোমবার বিকেলে চর কিশোরগঞ্জ বাজার এলাকায় স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
‘মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে ওমায়ের হাসান নিহতের ঘটনাকে মিথ্যা হত্যার অভিযোগ দায়ের করায় এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন’— এই ব্যানারে প্রায় দেড় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,
“ঘটনাটি একটি দুর্ঘটনা। প্রকৃত দোষীদের বিরুদ্ধে মামলা হোক, কিন্তু বিনা কারণে নিরীহ ও অসহায় এলাকাবাসীকে কেন হয়রানি করা হচ্ছে?”
তারা আরও বলেন, প্রশাসনের কাছে তাদের দাবি—
সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং যেসব নিরীহ মানুষের নামে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের নাম দ্রুত প্রত্যাহার করা হোক।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।