
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি ॥
বাংলাদেশ পুলিশের ডিআইজি (অব.) ও বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন (৭৮) আর নেই। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বেলা ১২টা ২৫ মিনিটে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৪৭ সালে মুন্সীগঞ্জ সদর থানার ইদ্রাকপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৪ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি একাধিক জেলার পুলিশ সুপারসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সুচারুভাবে পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশে তাঁর দাফন সম্পন্ন হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও পারলৌকিক শান্তি কামনা করেছে।