মুন্সিগঞ্জ প্রতিনিধি:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জে।
১৪ সেপ্টেম্বর (রবিবার) মুন্সিগঞ্জের দর্পনা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল।
সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মোহন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা ও সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
সভায় শুরুতেই কেন্দ্রীয় সভাপতি জেলা কমিটির উপস্থিত ৩০ জন নেতাকর্মীর উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। তবে, জেলা কমিটির ১৭১ সদস্যের মধ্যে অল্প সংখ্যক সদস্যের অংশগ্রহণ এবং বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সভায় কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী গজারিয়া উপজেলা ও মিরকাদিম পৌর কমিটিসহ শ্রীনগর, সিরাজদিখান, টঙ্গীবাড়ী, লৌহজং উপজেলার আটটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পাশাপাশি পুনর্গঠনের নির্দেশনা দেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে।
এছাড়া মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন ঢালী একইসাথে মহাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায়, দ্বৈত পদে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে সদর উপজেলা কমিটিও বিলুপ্তির প্রক্রিয়ায় রয়েছে বলে জানান তিনি। আগামী কয়েক দিনের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানান এস এম জিলানী।
মতবিনিময় সভায় উপস্থিত সাধারণ নেতাকর্মীরা নতুনভাবে শক্তিশালী জেলা কমিটি গঠনের দাবি জানান কেন্দ্রীয় সভাপতির কাছে।
সভায় বক্তৃতাকালে এস এম জিলানী বলেন,
"দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে গঠনমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে।"
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং তৃণমূল কর্মীরা।