logo

শিরোনাম

মারকাযুল হক মুন্সিগঞ্জ (চম্পাতলা মাদরাসা)-এর উদ্যোগে ১০ দিনব্যাপী ইংরেজি প্রশিক্ষণ কোর্স শুরু

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মারকাযুল হক মুন্সিগঞ্জ (চম্পাতলা মাদরাসা)-এর উদ্যোগে ১০ দিনব্যাপী ইংরেজি প্রশিক্ষণ কোর্স শুরু

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জের চম্পাতলায় অবস্থিত মারকাযুল হক  (চম্পাতলা মাদরাসা)-এর উদ্যোগে ১০ দিনব্যাপী ইংরেজি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।  


আগামী ২৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। কোর্সটি অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পরীক্ষার পর।


মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকসহ যেকোনো আগ্রহী ব্যক্তি এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ ভাবে মাদরাসার শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত এই কোর্সে ইংরেজিতে বেসিক স্পোকেন দক্ষতা অর্জনের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারিক কথোপকথনের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইংরেজি ভাষার মৌলিক বাক্য কাঠামো হাতে-কলমে শেখানো হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।


প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। নামাজ, খাবার ও বিশ্রামের জন্য মোট ২ ঘণ্টা বিরতি থাকবে। দৈনিক মোট ক্লাসের সময়কাল নির্ধারণ করা হয়েছে ১২ ঘণ্টা।
কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা, যার মধ্যে তিন বেলা খাবার ও আবাসিক চার্জ অন্তর্ভুক্ত থাকবে। কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।
এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবেন হযরত মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী (রহ.)-এর উদ্যোগে বেফাক কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্সের সফল প্রশিক্ষক ও আল-ইমান ইসলামিক কোচিং-এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মিনহাজুদ্দিন (হাফি.)।


প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য আগ্রহীদের প্রদত্ত নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবেন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯১৬৮৫৬৯২৬,০১৬১৮৯০৭১৮৯

  • নিউজ ভিউ 369