নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের দক্ষিণ দেওসারে নতুন খেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় শনিবার, ১৩ সেপ্টেম্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ড আর্টিসান আউটফিটারস লিমিটেডের চেয়ারম্যান অনিতা আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও হাজী আলী আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলি আহমেদ রাসেল।
রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারীর সভাপতিত্বে আয়োজনে আরও উপস্থিত ছিলেন কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মানিক শেখ, বেতকা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দীন, রামপাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইদ্রিস, জামান হাওলাদার, মোকলেছ বেপারী, মো. কামাল, মো. রাসেল শেখ, মো. রাতুল বেপারী, রুহুল আমিন বেপারী, কবির হোসেন বেপারী, ফরিদ শেখ, ফারুক বেপারী, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সদস্য তোফাজ্জল হোসেন অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় জুনিয়র ও সিনিয়র দলের মধ্যে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলি আহমেদ রাসেল বলেন, "এলাকার যুব সমাজকে মাদকাসক্তি ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা যদি খেলাধুলায় আরও আগ্রহী হয়ে উঠে, তাহলে আমি এই এলাকায় একটি মিনি ইনডোর স্টেডিয়াম গড়ে তুলব। "
উক্ত আয়োজনটি স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে। আয়োজক ও অতিথিদের এমন উদার ভূমিকা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যে এলাকাবাসী ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রত্যাশা রাখেন।