logo

শিরোনাম

মুন্সিগঞ্জে ছারছীনা শরীফের পীর সাহেবে মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভক্ত আশেকানরা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ জুলাই, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জে ছারছীনা শরীফের পীর সাহেবে মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভক্ত আশেকানরা

নিজিস্ব প্রতিনিধি : ছারছীনা শরীফের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (৭০) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার রাত ২টা ১১ মিনিটে তিনি মারা যান। রাতেই তাঁর মরদেহ ঢাকার মহাখালীর গাউসুল আজম মসজিদে নেওয়া হয় বলে জানিয়েছেন মাওলানা সাইদুর রহমান।  

ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন অফসারী জানান, আজ রাতে মরদেহ ছারছীনা শরীফে নিয়ে আসা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহর নামাজবাদ ছারছীনা শরীফে জানাজা অনুষ্ঠিত হবে।

পীর সাহেবের মৃত্যুর খবর রাতেই ছারছীনা শরীফে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃতুতে শোক প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ জেলার ছারছীনার মিরিদ ও আশেকান ।

  • নিউজ ভিউ 2439