logo

শিরোনাম

মুন্সিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে ৩৫হাজার গাছের চারা রোপন ও বিতরণ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জুন, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে ৩৫হাজার গাছের চারা রোপন ও বিতরণ

জাহাঙ্গীর আলম : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জে একযোগে ৩৫হাজার গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার চাম্পাতলা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আবুজাফর রিপন। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল-ফুল ও বনজ বিতরণ করা হয়। পরে জেলার ৬ উপজেলায় বিদ্যালয় আঙিনা ও সড়কের পাশে একযোগে বৃক্ষরোপনে অংশ নেয় সকলে।  

নানা ধরনের বৃক্ষ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন উৎসাহী শিক্ষার্থীরা।  

কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন জানান, "বঙ্গবন্ধু আয়ু পেয়ে ছিলেন মোট ২০হাজার ২৪০দিন, এ সংখ্যার  সাতগুণ বৃক্ষের ফুলে- ফলে মুন্সিগঞ্জ হবে রঙিন" স্লোগানে জেলায়  ১ লক্ষ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান স্বরূপ এবং সাম্প্রতিক সময়ের দাবদাহ থেকে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে ৩৫হাজার গাছে চারা রোপন করা হলো আজ। প্রতি এলাকায় বৃক্ষরোপনে করে দেওয়া হয়েছে কমিটি, জুন হতে আগস্ট মাস পর্যন্ত বৃক্ষরোপন চলবে।  

কর্মসূচিতে জেলা শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • নিউজ ভিউ 1557