
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
জামায়াতে ইসলামীর মনোনীত মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মোঃ আবু ইউসুফ মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলামের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ ৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ আরশাদ আলী ঢালী,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মোকসেদুর রহমান, মাশটার মোঃ সুরুজ মিঞা, ইঞ্জিনিয়ার আবদুল মুবিনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। তারা আশা প্রকাশ করেন, মুন্সীগঞ্জ-৩ আসনের জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবেন।
।