logo

শিরোনাম

মুন্সীগঞ্জে সার নিয়ে কারসাজি: দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে সার নিয়ে কারসাজি: দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

জিতু রায়: মুন্সীগঞ্জ সদর উপজেলায় কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে দুইটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই সার ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

photo

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় সোমবার বিকেলে সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজার এবং আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না খাতুন।

অভিযানে ধলাগাঁও বাজারে সার ডিলার শফিউদ্দিন মোল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে চিতলিয়া বাজারে সার ডিলার মামুন খানকে একই আইনের ৩৮ ও ৩৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং মুন্সীগঞ্জ থানার সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জনাব রিয়াসাদ সাদাত, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • নিউজ ভিউ 900