
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মহাকালি এলাকায় কেয়ার জোন কোম্পানির চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের পরিবারের কাছে চাঁদা দাবি, হুমকি প্রদান ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মহাকালি এলাকায় কেয়ার জোন কোম্পানি পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুন্সীগঞ্জ সদরের উত্তর মহাকালির বাসিন্দা কেয়ার জোন কোম্পানির চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন (৩৮)।
তিনি ২০০৯ সাল থেকে প্রবাসে কর্মরত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশে ‘কেয়ার জোন’ নামে একটি মেডিক্যাল ইকুইপমেন্ট ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে তার পরিবারের সদস্যরা ও প্রতিনিধিরা দেশে কোম্পানির কার্যক্রম দেখভাল করছেন। অভিযোগে বলা হয়, একই এলাকার রনি মোল্লা (৩৫), ইতি বেগম (৩০), আল আমিন মোল্লা (৩৮), ও আশ্রাফ ওরফে বাদল (৪৩),ভিটি মালদা, মুন্সীগঞ্জ এই চারজন দীর্ঘদিন ধরে কেয়ার জোন কোম্পানির চেয়ারম্যানের পরিবারের কাছে ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন।
পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা নানা ধরনের ভয়ভীতি, খুন-জখমের হুমকি এবং চেয়ারম্যানসহ তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
পরিস্থিতির প্রেক্ষিতে ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে মুন্সীগঞ্জ সদর থানায় গত ২১ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার জিডি নং ১৫১০। এতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: লাভলু, কেয়ার জোন কোম্পানির কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মোঃ মাসুমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও পরিবারের সদস্যরা।