
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
টেকসই ও নিরাপদ অত্যাধুনিক নগরায়নে এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জ পৌরসভা আগামী বিশ বছরের জন্য প্রণীত হচ্ছে সমন্বিত মাস্টারপ্ল্যান
রাহিদ হোসেনঃ
মুন্সীগঞ্জ পৌরসভায় টেকসই, নিরাপদ ও আধুনিক নগরায়ন নিশ্চিত করতে আগামী বিশ বছরের জন্য প্রণীত হচ্ছে সমন্বিত মাস্টারপ্ল্যান। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এবং এজেন্সি ফর ফ্রান্স ডেভেলপমেন্ট (AFD)-এর সহায়তায় ‘Improvement of Urban Governance & Infrastructure Project’–এর আওতায় এ মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হচ্ছে।
এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে আজ শনিবার (২৪ নভেম্বর ২০২৫) পৌরসভার ৬টি ওয়ার্ডে Focused Group Discussion (FGD) অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ৩০ মিনিটে উত্তর ইসলামপুর যোগিনীঘাট প্রাথমিক বিদ্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সারাদেশে ৮৮টি পৌরসভায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ পৌরসভার এই মাস্টারপ্ল্যানের মাধ্যমে আগামী ২০ বছর ধরে অবকাঠামো নির্মাণ—যেমন সড়ক, ড্রেন, ব্রিজ-কালভার্ট, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, পরিবেশ সংরক্ষণ, খাল-নদী-জলাশয় রক্ষা ও উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, ট্রাফিক ও যানবাহন নিয়ন্ত্রণ, আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন, নগর নেটওয়ার্ক সম্প্রসারণ, ভূমির সর্বোচ্চ সদ্ব্যবহার, জনস্বাস্থ্য, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবায়িত হবে।
আজকের আলোচনায় অংশ নেন ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় জনগণ। আগামীকাল আরও ৩টি ওয়ার্ডসহ মোট ১৮টি FGD সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানান।
পৌরসভার পক্ষে মাস্টারপ্ল্যান প্রণয়ন কার্যক্রমের সমন্বয় করছেন নগর পরিকল্পনাবিদ সুস্মিতা রহমান। ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম তদারকি করছেন অ্যাকাউন্টস অফিসার কামরুল আলম এবং প্রকৌশল শাখার প্রতিনিধি ফারুক আহমেদ। মাস্টারপ্ল্যান প্রণয়নে পরামর্শক হিসেবে কাজ করছে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস (DDC) লিমিটেড।
মুন্সীগঞ্জ পৌরসভার এই মাস্টারপ্ল্যান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।