logo

শিরোনাম

মুন্সীগঞ্জ পৌরসভায় ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তে বিশেষ অভিযান শুরু

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জ পৌরসভায় ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তে বিশেষ অভিযান শুরু

রাহিদ হোসেনঃ 

সাম্প্রতিক দুই দফা ভূমিকম্পের পর ভবন নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জ সদর পৌরসভা ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তে বিশেষ পরিদর্শন কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৩ নভেম্বর ২০২৫) থেকে পৌরসভার প্রকৌশল বিভাগ ও নগর পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।

photo

আজকের পরিদর্শন টিমের নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ। টিমে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী, দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার, ইদ্রিস আলী পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ এবং এলজিইডি মুন্সীগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী প্রমুখ।

photo

প্রথম দিনের অভিযানে খালইস্ট, মালপাড়া ও মানিকপুর এলাকায় মোট আটটি ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে সাতটি ভবনই নির্মাণাধীন এবং একটি ভবন খালি অবস্থায় রয়েছে। পরিদর্শনে দেখা যায়—এসব ভবনের কোনোটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড–২০২০ (BNBC-2020) অনুযায়ী ভূমিকম্প সহনীয় নির্মাণ মানদণ্ড সঠিকভাবে অনুসরণ করছে না।

উল্লেখযোগ্য অনিয়মগুলোর মধ্যে পাওয়া গেছে—

সাতটি ভবনের প্রায় কোনোটিতেই যথাযথ Setback রাখা হয়নি

অধিকাংশ Access Road মাত্র ৮ ফুট প্রশস্ত, কিছু এলাকায় ১২ ফুট থাকলেও তা পর্যাপ্ত নয়

মাটির গুণাগুণ অনুযায়ী বেইসমেন্ট ও পাইলিং স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়নি

ভবনের চারপাশে প্রয়োজনীয় Offset Area বজায় রাখা হয়নি


পৌরসভা জানায়, দ্রুত বাড়তে থাকা বহুতল ভবন নির্মাণের সংখ্যার বিপরীতে অনেকেই নিয়ম মেনে নকশা অনুমোদন না নিয়ে নির্মাণকাজ করছেন। এতে ভবনের স্থায়িত্ব কমার পাশাপাশি ভূমিকম্পসহ যে কোনো দুর্যোগে প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক মাস ধরে বিশেষ পরিদর্শন কার্যক্রম চলবে, এবং অনুমোদনহীন বা ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে BNBC-2020 অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জননিরাপত্তার স্বার্থে ভবন নির্মাণে অনুমোদন গ্রহণ ও বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণের জন্য পুনরায় আহ্বান জানিয়েছে সদর পৌরসভা।

  • নিউজ ভিউ 1386