logo

শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জ পৌরসভায় ব্র্যাকের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জ পৌরসভায় ব্র্যাকের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আজ ২৪ নভেম্বর ২০২৫, সোমবার মুন্সিগঞ্জ পৌরসভায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।  

কার্যক্রমটিতে সহযোগিতা করে মুন্সিগঞ্জ পৌরসভা, বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
দিনব্যাপী অভিযানের উদ্বোধন করেন মৌসুমী মাহাবুব, প্রশাসক, মুন্সিগঞ্জ পৌরসভা।  


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, মুন্সিগঞ্জ পৌরসভা।   মোঃ আল-আমিন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর , মুন্সিগঞ্জ,  মোঃ মাহফুজুর রহমান, জেলা ব্যবস্থাপক, টিভি কন্ট্রোল প্রকল্প এবং  বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়ক  অমিত হাসান।

এছাড়াও বিডি ক্লিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পৌরসভা এবং ব্র্যাকের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।


উদ্বোধন শেষে অংশগ্রহণকারীরা ডিসি পার্ক, পুরাতন কাচারি ও চা চক্র প্রাঙ্গণের চারপাশে  পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং পরবর্তীতে পৌরসভার ১ ও ৫ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।  

অভিযানে অংশগ্রহণ করেন—
পৌরসভার ৬ জন পরিচ্ছন্নতা কর্মী
বিডি ক্লিন-এর ৭ জন স্বেচ্ছাসেবক
রেড ক্রিসেন্ট-এর ৭ জন স্বেচ্ছাসেবক
ব্র্যাকের ৫ জন প্রতিনিধি।  
এ কার্যক্রমটি বাংলাদেশ সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (NMEP), সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (CDC), স্বাস্থ্য অধিদপ্তর (DGHS), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR) এবং ব্র্যাক-এর যৌথভাবে বাস্তবায়িত “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য” শীর্ষক সমন্বিত উদ্যোগের অংশ। এর উদ্দেশ্য হলো—জলবায়ু-সংবেদনশীল রোগ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার করা এবং কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা।

অভিযানের ধারাবাহিকতায় নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ মাসজুড়ে দুটি পৌর এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হবে। আলোচনায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং ব্যক্তিগত ও পারিবারিক সতর্কতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
ব্র্যাক বিশ্বাস করে—সরকার, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগই জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুর মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।


ব্র্যাক বিশ্বাস করে—সরকার, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগই জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুর মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

  • নিউজ ভিউ 711