
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
দেশের বীমা খাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড গৌরবের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় মুন্সিগঞ্জ সদর হাসপাতাল রোডস্থ ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সার্ভিস সেন্টার ও এজেন্সি অফিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি দেশের বীমা খাতে এক বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সঞ্চয়ের নিশ্চয়তা প্রদানে নিরলসভাবে কাজ করছে।
দ্রুততম সময়ে বীমা দাবির নিষ্পত্তি ও গ্রাহকসেবায় ডেল্টা লাইফ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ ডিভিপি রহমত উল্লাহ দিদার, উন্নয়ন প্রধান ডিভিপি সামছুল আরেফিন সোহেল, শ্রীনগর এজেন্সি অফিস ইনচার্জ এভিপি আমজাদ হোসেন, মুন্সিগঞ্জ এজেন্সি অফিস ইনচার্জ এজিএম মো. জাহাঙ্গীর আলম, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হাকিম, মিরাজ হোসেন, খালেদ হোসেন স্বপন, আবুল কালাম, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম নিকছন, ইউনিট ম্যানেজার শহিদুল ইসলাম ও আল ইসলাম মো. ফারুক।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।