logo

শিরোনাম

মুন্সীগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত

জিতু রায়: শ্রীচৈতন্যের সময়কাল থেকে বাঙালি সমাজে জগন্নাথ দেবের রথযাত্রা একটি ঐতিহ্যমণ্ডিত ধর্মীয় উৎসব হিসেবে প্রতিষ্ঠিত। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় মুন্সীগঞ্জেও পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব উল্টো রথযাত্রা-২০২৫।


শনিবার (৫ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় রথযাত্রার শেষ পর্ব। শত শত নারী-পুরুষ ও শিশু ভক্ত রথের দড়ি টেনে, জয়ধ্বনি করতে করতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


সকাল থেকে শহরের বিভিন্ন মন্দিরে চলে পূজা-অর্চনা, নাম সংকীর্তন ও আরতি। প্রার্থনারত ভক্তদের চোখেমুখে ছিল এক অপার আনন্দ ও ভক্তিভাব। পরে মন্দিরে মন্দিরে বিতরণ করা হয় মহাপ্রসাদ। উল্টো রথযাত্রার সূচনা হয় মঙ্গলারতি ও নারকেল ভাঙার মাধ্যমে, যা রথের সামনে অনুষ্ঠিত হয় ধর্মীয় রীতি অনুসারে।

বিকালে রথে অধিষ্ঠিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। শত শত ভক্তের সমবেত কণ্ঠে "জয় জগন্নাথ" ধ্বনি এবং হরিনাম সংকীর্তনের ছন্দে মুখর হয়ে ওঠে পুরো শহর। ভক্তরা বলেন, "এই রশিতে টান দেওয়ার মানেই ভগবানের আশীর্বাদ পাওয়ার সুযোগ।"


শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে রথ নিয়ে এসে একত্র হন ভক্তরা। অংশগ্রহণকারী মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির, বাগমামুদালীপাড়া সার্বজনীন পূজা ও রাধাগোবিন্দ মন্দিদর, মালপাড়া জগন্নাথ মন্দির, পুরাতন হাসপাতাল রোডের জগন্নাথ-বলরাম-সুভদ্রা মন্দির।

 

এই উৎসবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরের সভাপতি অভিজিৎ দাস ববি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন লাল।


গত ২৭ জুন অনুষ্ঠিত হয় রথযাত্রার প্রথম পর্ব। আজ উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের পরিসমাপ্তি ঘটে। ভক্তরা চোখের জলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বিদায় জানান, আবারও আগামী বছরে ফিরে পাওয়ার আশায়

  • নিউজ ভিউ 423