আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে একটি বেসরকারি সামাজিক সংগঠন।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে
বেসরকারি মানবাধিকার সংস্থা ও সামাজিক সংগঠন ফিলাফের উদ্যোগে এবং অতিথি
গ্রুপের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা
হয়।
এ সময় কর্মমুখী নারী উদ্যোক্তা গড়ে তুলতে প্রায় ১০ জন নারীর হাতে বিনামূল্যে তুলে দেয়া হয় সেলাই মেশিন।
একই দিন দুপুর দেড়টার দিকে শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে মানুষ মনোরঞ্জনের লক্ষে অতিথি রিসোর্টে এন্ড থিম পার্ক নামের একটি বিনোদন স্পটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এতে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ফিলাফ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিথি সিটি টন্ড রিসোর্ট গ্রুপের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, লায়ন আফিয়া কনক,লায়ন ডা. মো. সিরাজুল ইসলাম,লায়ন ইঞ্জিনিয়ারি ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন মো. নুর নবী মৃধা, লায়ন মো.
সামসুল আলম সজল, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলসহ আরো অনেকে।