নিজস্ব প্রতিনিধি : ঘণকুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্পটে দূর্ঘটনা ঘটছে। এতে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন।
রবিবার সকাল ভোর থেকে সকাল সাড়ে ৭ টার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাঁসাড়া ও চালতিপাড়া এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। এতে অন্তত ৭ টি বাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।
হাইওয়ে পুলিশ জানায় জানায়,রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা হতে মাওয়াগামী ট্রাক এক্সপ্রেওয়ের কেসি সড়কের আন্ডার পাসের উপরে বিকল হলে পিছনে থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয় পরে আরেকটি বাস এসে ধাক্কা লাগে।
এদিকে সকালে নিমতলা শিকারপুর আন্ডার পাস এলাকায় সাকুরা পরিহবন একটি কাভ্যাড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরও বাস ও প্রাইভেটকারসহ বেশ কয়েকটি যানবাহন এসে ধাক্কা খায়। এতে ফরহাদ হোসেন নামে একজন গুরুতর আহত হয়। পরে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ফরিদপুরের চরদুয়ার এলাকার নুরু মুন্সীর ছেলে।
উদ্ধার অভিযান চলাকালীন সময়ে দুপুর ১২ টায় কেয়টখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে আর একটি দুর্ঘটনা। সেবা গ্রীন লাইন যাত্রীবাহী একটি বাসের পেছন থেকে ধাক্কা দেয় মিজান পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস। এতে কোন যাত্রী আহত হয়নি। সাময়িক সময়ের জন্য মহাসড়কে যানবাহনের দীর্ঘশালী থাকলেও তোর খাতাটা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়ার পরে স্বাভাবিক হয় যান চলাচল।