মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় মাহিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশুসহ আরও দুইজন।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহপুর পাইকপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় শিশু মাহিমকে অটোরিকশা চাপা দিয়ে চলে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় অটোরিকশা চালককে ধরা যায়নি।
নিহত মাহিম তার ফুপুর বাড়িতে বেরাতে এসেছিলেন বলে জানা গেছে। সে আব্দুল্লাহপুর এলাকার মোহাম্মদ মাসুম মিয়ার ছেলে।
অপরদিকে একই সময়ে মুক্তারপুর থেকে দিঘিরপাড় সড়কের হাটকান এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুন্নবী (৩) নামের এক শিশুসহ আহত হয় দুইজন। বজ্রযোগনী ইউনিয়নের গুহপাড়া এলাকায় গ্রাইন্ডিং মেশিন দিয়ে গাছ কাটার সময় আহত হন হারুন নামের এক ব্যক্তি স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আতাউল করিম। তিনি জানান, আট বছরের মাহিমকে হাসাপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।