logo

শিরোনাম

মুন্সীগঞ্জে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন সেবার নতুন দিগন্ত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি।

বিয়ের মণ্ডপ থেকে অফিস পর্যন্ত - সম্প্রসারিত হলো সেবার পরিধি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন সেবা এখন আর শুধু অফিস কক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। সম্প্রতি এক অভিনব উদ্যোগে বিবাহ মণ্ডপে সরাসরি গিয়ে রেজিস্ট্রেশন সেবা প্রদান করেছেন জিতু রায়, যিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হিন্দু বিবাহ রেজিস্ট্রার।

মণ্ডপেই রেজিস্ট্রেশন: গত সপ্তাহে এক বাংলাদেশি কনে ও ভারতীয় বরের বিবাহ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন জিতু রায়। এই ব্যতিক্রমধর্মী সেবা সম্পর্কে তিনি জানান, "সাধারণত সবাই অফিসে এসে রেজিস্ট্রেশন করে থাকেন। কিন্তু এই বিশেষ ক্ষেত্রে আমি নিজে বিবাহ মণ্ডপে গিয়ে দায়িত্ব পালন করি। পুরোহিত, সাক্ষী ও গ্রামবাসীর উপস্থিতিতে সম্পূর্ণ বৈধভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। "

অফিসের সাধারণ সেবা: মুন্সীগঞ্জ সদর উপজেলার ২১৩ নং পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এই অফিস থেকে ইতিমধ্যেই অনেক দম্পতি বিবাহ রেজিস্ট্রেশন করেছেন। পাসপোর্ট, ভিসা, উত্তরাধিকারসহ বিভিন্ন আইনি প্রয়োজনে এই রেজিস্ট্রেশন অপরিহার্য হয়ে উঠেছে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
বিবাহ রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন:

· স্বামী ও স্ত্রীর ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি
· পুরোহিতের প্রত্যয়নপত্র (বিবাহের তারিখ ও লগ্নসহ)
· স্বামী-স্ত্রীর ৪টি পাসপোর্ট সাইজ ও ২টি স্টাম্প সাইজের ছবি
· বর ও কনে পক্ষের দুইজন গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর

বিবাহের প্রয়োজনীয় তথ্য:
রেজিস্ট্রেশনের সময় নিম্নলিখিত তথ্যগুলো প্রদান করতে হবে:

· আশীর্বাদের তারিখ ও বিয়ের তারিখ
· বিয়ের স্থান (বাংলা ও ইংরেজিতে)
· শিলের/নাপিতের নাম ও ঠিকানা
· ব্রাহ্মণের নাম
· কন্যা সম্প্রদানকারীর নাম ও সম্পর্ক
· উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা

স্থানীয়দের প্রতিক্রিয়া: এই সেবা সম্পর্কে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা খুবই উৎসাহিত। এক বিবাহিত যুবক বলেন, "আগে দূরবর্তী অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হতো। এখন আমাদের দোরগোড়ায় এই সেবা পাওয়ায় অনেক সুবিধা হয়েছে।"

রেজিস্ট্রারের দৃষ্টিভঙ্গি: জিতু রায় তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, "হিন্দু বিবাহ কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এর আইনগত স্বীকৃতিও সমান গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি এই সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। মণ্ডপে রেজিস্ট্রেশন সেই চেষ্টারই অংশ।"

সেবার সময় ও যোগাযোগ: অফিস খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সপ্তাহের সাত দিন।যোগাযোগ: ০১৯১২-৩৮৪৮৪৭ (ফোন/হোয়াটসঅ্যাপ)। 

অফিস অবস্থান: ২১৩, পৌর মার্কেট (২য় তলা), দর্পনা কমিউনিটি সেন্টারের বিপরীতে, মুন্সীগঞ্জ সদর।


হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন সেবাকে আরও সহজলভ্য করতে এই উদ্যোগ স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি আইনগত স্বীকৃতি নিশ্চিত করতে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • নিউজ ভিউ 612