
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জাহাঙ্গীর আলম : বিয়ে করেছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী জাহিদ নিরব। তার জীবনের এই নতুন অধ্যায়ের সঙ্গী হয়েছেন দীর্ঘদিনের বন্ধু সূচনা তাসনিম।
১১ বছরের সম্পর্ক পরিণয় পেয়েছে ২৩ অক্টোবর।
পারিবারিক সম্মতিতে এ দিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই দম্পতি। এর পরদিনই ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা হন তারা।
চিরকুট ব্যান্ডের সাবেক সদস্য এবং বর্তমানের জনপ্রিয় সংগীত পরিচালক হিসেবে জাহিদ নিরব ৪০০-রও বেশি ওভিসি ও টেলিভিশন বিজ্ঞাপনের সংগীত পরিচালনা করেছেন।
নতুন জীবনের জন্য তরুণ এই সংগীতশিল্পীকে শোবিজের অনেকেই অভিনন্দন জানাচ্ছেন।
মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কণ্ঠশিল্পী আনোয়ার হোসেনের মেজ ছেলে সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী জাহিদ নিরব।