
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট সাতটি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।
সভাপতি ও কোষাধ্যক্ষ পদে অনুষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটযুদ্ধ।
সভাপতি পদে আবু সাঈদ দেওয়ান সৌরভ ১৪ ভোট পেয়ে জয়লাভ করেন, তার প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম পান ১০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আনিসুর রহমান রলিন।
প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভুইয়া বিকেল সাড়ে তিনটার দিকে সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি: আব্দুল কাদির খান, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক: মাসুদ হাসান খান, দপ্তর সম্পাদক: মো. লিটন মাহমুদ, কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় সুমন হোসেন ও সালমান হাসান যৌথভাবে নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সহকর্মী সাংবাদিকরা।
পরে নবগঠিত কার্যনির্বাহী কমিটি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সোহানসহ অন্যান্য সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এই নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম সাইফুল্লাহ ভুইয়া, সহকারী নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন, এবং প্রিজাইডিং অফিসার জিয়াউর রহমান জিয়া ও মাহবুব আলম জয়।