logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ছাত্র প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা, থানায় জিডি

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ছাত্র প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ছোট মাঝিকান্দি গ্রামে পূর্ব আক্রোশের জেরে জুলাই মঞ্চের যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক সিয়াম ঢালী (২০)-এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাকে হত্যার হুমকি দেয়।  

ঘটনার পর আহত ছাত্র প্রতিনিধি সিয়াম ঢালী মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজ গ্রামের মাছের খামার পরিদর্শনে যান সিয়াম। এ সময় একই এলাকার আলমগীর ঢালীর ছেলে সোহান (১৮), সুমন পাইকের ছেলে তানভীর পাইক (১৮) এবং আরও তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার উপর হামলা চালায়।
প্রথমে সোহান হাতে থাকা গাছের ডাল দিয়ে সিয়ামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পুনরায় সোহান গাছের ডাল দিয়ে আঘাত করলে তার মাথায় গুরুতর জখম হয়। 

ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা হত্যার হুমকি ও মাছের খামারের ক্ষতির ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

পরে সিয়াম মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। তিনি জানান, “ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত সুরক্ষার স্বার্থে থানায় জিডি করেছি।” 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • নিউজ ভিউ 1422