নিজস্ব প্রতিনিধি: দেশের দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় শুক্রবার (২৮ মার্চ) সর্বোচ্চ টোল আদায় হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৮ টায় পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, পদ্মা সেতুতে সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় শুক্রবার টোল আদায় বেড়েছে।
শুক্রবার (২৮ মার্চ) রাত ১২ থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৪কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা যেখানে বৃহস্পতিবার টোল আদায় হয়েছিল ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা।
এসময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ২৬ হাজার ৫৭টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পারি দিয়েঠে ১৩ হাজার ৫৮০টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন। যার মধ্যে মোটরসাইকেল ছিল ৯হাজার ৮৫২টি। গেল কয়েকদিনের ঈদ যাত্রায় মোটরসাইকেল পারাপারের সংখ্যা শুক্রবারেই ছিল সর্বোচ্চ।
তিনি আরো জানান, টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হয় শুক্রবার থেকে। ঈদের ছুটিতে শুক্রবার ভোর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূর পাল্লার যানবাহনের চাপ বাড়ে। তবে শনিবার ভোর থেকে ওই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ কমে এসেছে। স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ওই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ। তবে আধুনিক এই মহাসড়কের কোথাও কোন যানজট বা বিড়ম্বনা নেই।