নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক অসচ্ছল পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস। পঞ্চম বারের মত গেল ২৫ রমজানে রাতের আঁধারে সংগঠনের স্বেচ্ছাসেবীরা এসব অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়।
ঈদ উপহার সামগ্রী মধ্যে ছিলো সয়াবিন তেল ১ লিটার, পোলাও চাল১ কেজি, আলু- ১ কেজি, দুধ ১ লিটার, পিয়াজ ১ কেজি, চিনি- ১ কেজি,
সেমাই ১ প্যাকেট, নুডলস ১ প্যাকেট।
❝রক্তে জীবন রক্তে প্রাণ, আসুন করি রক্তদান। ❞ স্লোগান ধারণ করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জে নানামুখী সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখছে।
।