নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যুবলীগ সহ-সভাপতি আশরাফ হোসেন বাদলকে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলা বেতকা ইউনিয়নের মৃত আমির হোসেনের ছেলে।
সোমবার ২৪ মার্চ রাজধানীর ঢাকা ওয়ারী থেকে তাকে আটক করে টঙ্গীবাড়ী থানার এস আই রবিউল ইসলাম।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার এসআই রবিউল ইসলাম জানান ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুরমিরা গ্রামের কাউসার (১৩) নামে এক ছাত্রকে হত্যার চেষ্টায় তার মা হেলেনা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন সেই মামলায় তাকে আটক করা হয়েছে।