মমিন বিশ্বাস : মুন্সীগঞ্জ জেলা ইসলামী শিবিরের বিশিষ্টজনদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১৪ই মার্চ) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ পৌরসভার আফতাব উদ্দিন কমপ্লেক্স সিক্রেট টেষ্ট হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরো সার্জেন্ট ডাক্তার সুজন শরীফ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মুন্সিগঞ্জ জেলার সহ-সভাপতি পীর সাহেব মুন্সিগঞ্জ মাওলানা মুফতি নূর হোসেন নূরানী বিশিষ্ট আইনজীবী মোঃ খোরশেদ আলম।
এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
প্রধান অতিথির বক্তব্য ডাক্তার সুজন শরীফ বলেন বর্তমান প্রেক্ষাপটে সকল ইসলাম পন্থীদের ঐক্য একান্ত জরুরী।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কে সকল ছাত্র সংগঠনের মধ্যে ঐক্য সৃষ্টির প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন।