logo

শিরোনাম

যোগিনীঘাট যুব ও সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্দোগে ইফতার সামগ্রী বিতরণ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ মার্চ, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
যোগিনীঘাট যুব ও সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্দোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জ পোরসভার ৮ নং ওয়ার্ডের "যোগিনীঘাট যুব ও সামাজিক উন্নয়ন সংগঠনের" উদ্দোগে,সংগঠনের প্রবাসী এবং স্থানীয় সদস্যদের আর্থিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

 

রবিবার ৯ মার্চ  যোগিনীঘাট এলাকার   অসহায় ও দরিদ্র প্রায় ৭৭ টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

 

উক্ত ইফতার সামগ্রী সংগঠনের সদস্যদের মাধ্যমে প্রতিটি পরিবারের মাঝে রাতের আঁধারে ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় । ইফতার সামগ্রীর মধ্যে ছিল তৈল,খেজুর,মুড়ি,চিনি,ছোলা,আলু,
পেয়াজ,বেসন ও লবন।

 

সংগঠনের এমন মানবিক কাজে স্থানীয় এলাকাবাসী সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন।  

  • নিউজ ভিউ 792