মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি গুলজার হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সদস্য ও প্রথম আলোর মুন্সীগঞ্জ প্রতিনিধি ফয়সাল আহমেদ, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, সহ সভাপতি আবু হানিফ রানা, মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সৌরভ, দপ্তর সম্পাদক রহমতুল্লাহ দেওয়ান, প্রচার সম্পাদক শাহআলম, কার্যকরী সদস্য মাসুদ আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
।