নিজিস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলার রেডরোজ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৯ ফেব্রুয়ারি ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালক ও অধ্যক্ষ মোঃ উজ্জল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ,পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, শ্যামলীনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আমির, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, বিক্রমপুর ইন্টারনাল কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল হক৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করে পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার বলেন, প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।
শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। সেইসাথে শিক্ষার্থীদের অবশ্যই , ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং শৃঙ্খলার সাথে জীবন পরিচালিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিলো যেমন খুশি তেমন সাজো। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় রেডরোজ আইডিয়াল স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।