logo

শিরোনাম

পিআইবির উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  


গত ১২ জানুয়ারি (সোমবার) পিআইবি কার্যালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

 তিনি বলেন, “সংকট ও সংঘাতময় পরিস্থিতিতে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা গণতন্ত্রের বিকাশ এবং সমাজের স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর সাংবাদিকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ”


প্রশিক্ষণ কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।  


দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কৌশল, নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংঘাতময় পরিস্থিতিতে সাংবাদিকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও পাঠদান করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জুবেল। তাঁরা নির্বাচন কাভারেজে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।


এছাড়া পিআইবির মহাপরিচালক ফারুক ওসমান প্রশিক্ষণ সেশনে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, সংঘাত কাভারেজের ঝুঁকি, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

তিনি বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতার ক্ষেত্রে নিরাপত্তা ও পেশাগত সততার বিষয়টি সব সময় অগ্রাধিকার দিতে হবে।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

  • নিউজ ভিউ 243