logo

শিরোনাম

মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা মুন্সীগঞ্জ পৌর এলাকার শ্রীপল্লী অস্থায়ী খেলার মাঠে শতাব্দী ক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে সামাজিক সংগঠন শতাব্দী ক্লাবের সভাপতি রাশদুল হাসান রাজন, সহ-সভাপতি মো. শামিম, সদস্য পলাশ মাহমুদ, স্থানীয় মসজিদের ইমাম নূরে আলম-সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিলের আগে সভাপতি রাশদুল হাসান রাজনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও সাহসী রাজনৈতিক নেত্রী। তাঁর সমগ্র রাজনৈতিক জীবনজুড়ে তিনি দেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • নিউজ ভিউ 126