
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
ভারত থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব পর্যালোচনা করে তা অনুমোদন দেয় কমিটি।
জানা গেছে, এই ডিজেল আমদানির অর্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিজস্ব বাজেট এবং ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে। ডিজেল আমদানি করা হবে মেয়াদি চুক্তির আওতায় এবং নেগোসিয়েশনের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিপিসি সূত্রে জানা যায়, ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন এর আগেই ২০২৫ সালের ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
আমদানিকৃত ডিজেলের সালফার কনটেন্ট হবে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শতাংশ। প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইস ধরা হয়েছে ৮৩ দশমিক ২২ মার্কিন ডলার। মোট আমদানির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।
উল্লেখ্য, ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে বাংলাদেশ ডিজেল আমদানি করে আসছে। প্রথমদিকে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আনা হলেও ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল আমদানি করা হচ্ছে।
এদিকে, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রেক্ষাপটে ভারত থেকে ডিজেল আমদানি নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল আমদানির চুক্তি নতুন নয়। এটি দীর্ঘ ১৫ বছরের একটি চুক্তি, যা অনেক আগেই সম্পাদিত হয়েছে। সেই চুক্তির আওতাতেই ডিজেল আমদানি করা হচ্ছে।