জাহাঙ্গীর আলম :
সরকার ঘোষিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলায় চলছে ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা কার্যক্রম। ০৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ অভিযান।
আজ ০৯ অক্টোবর (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মশুরা, মধ্যচর রমজানবেগ ও বকচর সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মুন্সীগঞ্জ সদর। অভিযানে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স, সদর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করছেন। পাশাপাশি জেলার সকল উপজেলায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ এবং মা ইলিশ রক্ষায় সচেতনামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সচেতন নাগরিককে মা ইলিশ রক্ষায় সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।