গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে এমএস মেটাল কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেয়।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্ত্বরে মোঃ মফিজুর রহমান আপনের নেতৃত্বে ঘন্টা ব্যাপী শতাধিক শিক্ষার্থী ও সাধারন মানুষ অংশ নেয়। এ সময়ে বক্তব্য রাখেন, মোঃ মফিজুর রহমান আপন, কলেজ ছাত্র মোঃ হাবিবুর রহমান, স্কুল ছাত্র আবু রায়হান, ছাত্রী চাদনী, সিনতিয়া রহমান প্রমূখ।
এসময়ে বক্তারা বলেন, কারখানায় পুরানো ও নষ্ট ব্যাটারী পুড়িয়ে সিসা গালানো হয়। ফলে বিষাক্ত কালো ধোয়াঁ, রাসায়নিক বর্জ্য ও অ্যাসিডের উৎকট গন্ধ নির্গত হয়ে পরিবেশ ও জনজীবনকে চরমভাবে বিপন্ন করছে।
এছাড়া অনেকেই এ্যাজমা, শ্বাসকষ্ট, ত্বকের রোগ, মাথা ও অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। ফসল বিনষ্ট হচ্ছে। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার বরাবরে কারখানা বন্ধের দাবীতে স্মারক লিপি পেশ করে।