logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ফসলী জমি ও ভিটে মাটি রক্ষার দাবীতে মানববন্ধন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ফসলী জমি ও ভিটে মাটি রক্ষার দাবীতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরমশুরা কাউয়াদি গ্রামে মেঘনার শাখা নদীর পারে ফসলি জমি ও ভিটে মাটি  থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।  


মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার দাইমী কুঞ্জনগর মৌজার সকল জমির মালিক ও গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে গ্রামের শত শত নারী - পুরুষ বিক্ষোভ মিশিল  করেন।


এ সময় বক্তব্য দেন কয়েকজন ভুক্তভোগী গ্রামবাসী তারা বলেন মনির এন্টারপ্রাইজ ও সম্রাট এন্টারপ্রাইজ   নামের দুইটি প্রতিষ্ঠান উপজেলার মেঘনা নদীর মধ্যচর রমজানবেগ মৌজায় বালু উত্তোলনের টেন্ডার পেয়ে দাইমী কুঞ্জনগর মৌজায় অবৈধভাবে ফসলী জমি থেকে শতাধিক ড্রেজার দিয়ে মাটি কাটছে। এভাবে বালু কাটার ফলে এলাকার হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এসময় তারা দ্রুত প্রসাশনের হস্থক্ষেপ কামনা করেন।

  • নিউজ ভিউ 216