logo

শিরোনাম

ব্যাতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
ব্যাতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ

অর্ণব চক্রবর্তী : মুন্সিগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ব্যতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১ টায় ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচী পালন করা হয়।  


এর উদ্যোক্তা ছিলেন ব্যতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সভাপতি মাহাবুব উল আলম স্বপন।  


এ সময় তারা হাসপাতালের বাগানে ও এর  আশেপাশে অর্ধ শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করে।  


কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আহমেদ কবির, সিনিয়র ডাক্তার আবু সাঈদ, সিনিয়র কনসালটেন্ট ডাঃ দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যতিক্রমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সহ সভাপতি এডভোকেট শাহ আলম, সহ সাধারণ সম্পাদক এডভোকেট ফেরদৌস উর রহমান মাখন, সংস্থার সদস্য সাদিয়া ইসলাম সুমা, সেতারা টুনি, হোসনেয়ারা ঝুমুর, আফিয়া খাতুন, রুজি বেগম
আরিফ, হিমু, ইমন, ময়নাল।

  • নিউজ ভিউ 378