logo

শিরোনাম

কোটি টাকার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
কোটি টাকার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি  - ৩৭ হাজার ৭০ পিস ইয়াবাসহ চার মাদককার ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে  র‍্যাব-১০,।
 

আজ মঙ্গলবার(১৫ জুলাই) সাড়ে ছয়টার দিকে 
 র‍্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ  ধলেশ্বরী টোল প্লাজার একটি বাস থামিয়ে চারজনকে আটক করে।

photo

আটককৃতরা হলো খুলনা জেলায় দৌলতপুর উপজেলার আঞ্জুমান রোড এলাকায় রানা বেগের স্ত্রী জ্যোতি খাতুন (২৫) ও তার স্বামী রানা বেগ (৩৫), বরিশাল জেলার বানারী পাড়া উপজেলার খোদাবক্স গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে মোঃ সোহেল মোল্লা (৩৩), 
ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ধাওয়া গ্রামের মৃত হারুন অর রশিদ এর মেয়ে 
শান্তা ইসলাম (২৫)। তাদের তল্লাশি করে ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করে।  

র‍্যাব জানায় উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১ কোটি ১১ লক্ষ ২১ হাজার টাকা।
 

র‍্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করতো।  

র‍্যাব আরো জানায়,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • নিউজ ভিউ 1035