নিজস্ব প্রতিবেদক : শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামে সম্প্রতি জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জুলাই বুধবার কেয়াটখালি গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মো: মগদম হাওলাদার, আমজাদ আলী,মো: নুরজামাল,মো: শহিদুল ইসলাম,অপু মৃধা, মো: নওসাদ।
খেলার পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মো: সিরাজুল ইসলাম। ফাইনাল ম্যাচে এসআর ডেঞ্জার এবং সেভেন স্টার মুখোমুখি হয়। এসআর ডেঞ্জার ২ -০ গোলে সেভেন স্টারকে পরাজিত করে।
খেলা শেষে রানার্সআপ দলের অধিনায়ক মো: মাসুদ এর হাতে ২৫,০০০(কথায়: পঁচিশ হাজার) টাকা প্রাইজমানি এবং চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মো: সাকিব এর হাতে ৫০,০০০ (কথায়: পঞ্চাশ হাজার) টাকা প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি মো: আমির হোসেন সহ অনান্য অতিথি বৃন্দ।
খেলা শেষে প্রধান অতিথি মো: আমির হোসেন বলেন:আজকের এই মনোমুগ্ধকর ফুটবল খেলার আয়োজন উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং শারীরিক সুস্থতার প্রতীক।
আমাদের তরুণ প্রজন্মকে ফুটবলের মতো খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করতে আমরা সবাইকে উৎসাহিত করতে চাই। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি আমাদের জীবনে অধ্যবসায়, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মূল্য শেখায়।
আমি এই আয়োজনের সাথে যুক্ত সকল সংগঠক, খেলোয়াড় এবং দর্শকদের ধন্যবাদ জানাই।