মুন্সীগঞ্জ প্রতিনিধি : প্রতি বছর মতো এবারো পবিত্র মাহে রমজানে মুন্সীগঞ্জে প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের নিজস্ব কার্যালয়ে আসা প্রায় ২ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সাংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্তিত ছিলেন প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম ঢালী,সমাজ সেবক হাজী নুরুল হক, পঞ্চসার ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী মতিন বিএনপি নেতা গিয়াস উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।