logo

শিরোনাম

ডেল্‌টা লাইফের একক বীমার বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারনী সভা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
ডেল্‌টা লাইফের একক বীমার বার্ষিক সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম : ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির একক বীমা বিভাগের ২০২৫ সালের লক্ষ্যমাত্রা নির্ধারনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ ফেব্রুয়ারি  কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে ২০২৫ সালের লক্ষ্যমাত্রা নির্ধারনী সভা অনুষ্ঠিত হয়।

photo

সভায় একক বীমার সকল উন্নয়ন  কর্মকর্তা গণ অংশগ্রহণ করেন।  

সভায় স্বাগত বক্তব্য রাখেন একক বিমার উন্নয়ন প্রশাসনের প্রধান ইভিপি ফরহাদ জলিল ।

photo

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারপারসন, পরিচালনা পর্ষদ সদস্য আদিবা রহমান, এসি আই আই (ইউকে)।  

এ সময়  বক্তব্য রাখেন সিএফও মিলটন  বেপারি এফসিএ,মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস,সহ উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধতন কর্মকর্তাগন ।  

২০২৫ সালের একক বীমার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলের সাফল্য কামনা করেন।

  • নিউজ ভিউ 855