নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জে তারুণ্য উৎসবের অংশ হিসাবে ইউএনও কাপ ব্যাডমিন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজে ব্যবস্থাপনায় শনিবার সন্ধ্যায় জেলা ইনডোর স্টেডিয়ামে এ ফাইনলা খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় সরকারি হরগঙ্গা কলেজ রেড ক্রিসেন্টকে হারিয়ে ইউএনও কাপ চ্যাম্পিয়ন হয় জেলা রেডক্রিসেন্ট টিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আতাউল গনী ওসমানী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখে ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এ কে এম হাসানুর রহমান, সাংবাদিক আরাফাত রায়হান সাকিব, আয়োজক কমিটির ছাত্র প্রতিনিধি আমিত হাসান প্রমুখ।
পরে বিজয়ী, রানার্সআপের মাঝে পুরস্কার ও আয়োজকদের সম্মাননা স্বারক বিতরণ করা হয়। ফাইনলা খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।
তিনদিন ব্যাপি অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশনেয় মোট ১৬টি টিম। গত বৃহস্পতিবার একই ভ্যানুতে খেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত।