logo

শিরোনাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের রোড ব্লকেড

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের রোড ব্লকেড

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

 

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোড ব্লকেড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার ১১ জানুয়ারী বেলা ১২ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার  অদুরে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় এ ব্লকেড করে। এতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার  ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।  

 

৩০ মিনিটের রোড ব্লকের কারণে   ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজার  উভয়   প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।  

প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর রোড ব্লকেড উঠিয়ে নেয় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ।  

 

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার (১০ জানুয়ারি)  সন্ধ্যায়  দিকে এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলার যুবদলের সদস্য  তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ, এ খবরে রাত দশটার দিকে  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ জেলার বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীরা  রোড ব্লকেড করে।  

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনে নেতা কর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে।   বর্তমানেএক্সপ্রেসওয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

  • নিউজ ভিউ 603