logo

শিরোনাম

ঢাকা-মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
ঢাকা-মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

 

ঢাকা-মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের নিচে  থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে  পুলিশ।

শনিবার ১১ জানুয়ারী সকাল সাড়ে দশটায় সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা নামক এলাকার  ফ্লাইওভারে নিচ থেকে লাশটি উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ।

 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো নোমান সিদ্দিকি জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার   করা   হয়েছে। আনুমানিক ২৫/৩০ বছর বয়সী ওই নারীর শরীরে  পোশাক ছিল না। ধারণা করছি দুর্বৃত্তরা  কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে। তিনি আরো জানান, লাশের পরিচয় শনাক্তে পিবিআই সহায়তা নেওয়া হবে।   এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

  • নিউজ ভিউ 747