logo

শিরোনাম

রেড ক্রিসেন্ট হরগঙ্গা কলেজ ইউনিটের নতুন দলনেতা আপন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
রেড ক্রিসেন্ট হরগঙ্গা কলেজ ইউনিটের নতুন দলনেতা আপন


নিজস্ব প্রতিনিধি :
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির সরকারি হরগঙ্গা কলেজ ইউনিটে নতুন দলনেতার দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন আপন।  

গতকাল বৃহস্পতিবার ৯ জানুয়ারী ইউনিটের সদস্যদের সম্মতির ভিত্তিতে নতুন দলনেতা হিসাবে নির্বাচিত হয় আপন।  

সে শিক্ষা প্রতিষ্ঠানটির বাংলা বিভাগের স্নাতক প্রথমবর্ষের ছাত্র।

আপন ২০১৯সাল থেকে রেড ক্রিসেন্টের সাথে সংশ্লিষ্ট । প্রথমে জেলা ইউনিট ও পরে সরকারি হরগঙ্গা কলেজ ইউনিটে যুক্ত হয়েছে সেচ্ছাসেবী কাজে নিয়োজিত হয় ।


 করোনার পুরো  সময়ে ছাড়াও নৌ-দুর্ঘটনা, ডেঙ্গু সহ বিভিন্ন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কাজে অংশ নেয় সে।   এছাড়াও জেলার বিভিন্ন সেচ্ছাসেবী কার্যক্রমে ভূমিকা রয়েছে আপনের।  

সাজ্জাদ হোসেন আপন বলেন, রেড ক্রিসেন্ট একটি অরাজনৈতিক আত্মমানবতার সেবার সংগঠন, হরগঙ্গা কলেজে বিভিন্ন সময় কি হয়েছে সেটি ভুলে গিয়ে একেবারে অরাজনৈতিক ভাবে মানুষের সেবা দানে নিবেদিত থেকে সদস্যরা এখন থেকে কাজ করবে। এবং কাজের মাধ্যমে হরগঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিট পুরো বাংলাদেশে শ্রেষ্ট কলেজ ইউনিট হিসাবে তৈরি হবে।

 সে চেষ্টা ও লক্ষ্য নিয়ে আমার আমাদের কার্যক্রম চলবে।

  • নিউজ ভিউ 1890