logo

শিরোনাম

মুন্সীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ জুলাই, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

জিতু রায়: ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’-এ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে নানান কর্মসূচি পালিত হয়েছে।

photo

 
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।  

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করা হয়।

photo

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র হীরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিব তৌহিদ ইমাম।  

আলোচনা সভার শেষে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।  


অন্যদিকে ব্যতিক্রমী আয়োজনে
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করেছে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। দুপুরে এক বিশেষ সমাবেশে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক মন্ডলী। পরে মাদকবিরোধী শপথ পাঠ করেন শিক্ষার্থীরা। মাদক বিরোধী স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা মাদক দ্রব্য থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

  • নিউজ ভিউ 2187