নিজস্ব প্রতিনিধি : জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৫ মার্চ শনিবার বেলা আড়াইটার দিকে মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা শাখার জাতীয় শিক্ষক ফোরাম এর সভাপতি, হাফেজ মাওলানা এমদাদুল্লাহ হক্কানীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি, অধ্যাপক নাসির উদ্দিন খান,
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি, মুফতি শাহাদাত হোসাইন লস্করপুরী, বাংলাদেশ মুজাহিদ কমিটির মুন্সীগঞ্জ জেলা শাখার ছদর, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারী গাজী রফিকুল ইসলাম বাদল, জাতীয় ওলামা মাশায়েখ উম্মাহ পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি এমদাদুল হক আরেফী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি, প্রিন্সিপাল শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি, আলহাজ্ব মুনছুর আহম্মেদ মুসা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি, ম. ইব্রাহিম হোসেন ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারী, মুফতি ডাঃ সোহেল আহম্মেদ ভূইয়া।
প্রধান অতিথি বক্তব্য শেষে মুন্সীগঞ্জ জেলা শাখার পুরোনো কমিটি বাতিল ঘোষণা করে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি, জাতীয় শিক্ষক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি, হাফেজ মাওলানা এমদাদুল্লা হক্কানী, ও সাধারণ সম্পাদক মুফতি ডাঃ সোহেল আহম্মেদ ভূইয়া।
অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন, মুফতি হেমায়েত উদ্দিন শরীয়তপুরী।
।