প্রবাসী নিউজ : মুন্সিগঞ্জ সদর উপজেলা বকুলতলা গ্রামের আফসুরুদ্দি মাতবরের ছেলে আওলাদ হোসেন মাদবর দক্ষিণ আফ্রিকার
স্টেলেনবোসে ব্যবসা করতেন অনেক বছর যাবত।
সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ২৭ শে ফেব্রুয়ারি নতুন দোকান ক্রয় করার লক্ষ্যে ইউথোফিয়ান ও সোমালিয়ান দুই নাগরিকের এর সঙ্গে দোকান দেখতে যায় ।
দক্ষিণ আফ্রিকার সময় রাত সাড়ে দশটার দিকে ইউথোফিয়ান ও সোমালিয়ান দুই কিডন্যাপার আওলাদ হোসেনের এক আত্মীয়র কাছে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ১ লাখ ৫০ হাজার রেন্ড দাবি করে।
বলে জানিয়েছে আওলাদ হোসেনের এক নিকট আত্মীয়।